Sunday, September 4, 2016

হাজাছড়া শুকনাছড়াই


এ বছর আগস্টের শুরুর দিকে সাজেক উপত্যকা গিয়েছিলাম। খাগড়াছড়ির সাজেক পৌঁছে সেখানকার ঘরবাড়ি, হেলিপ্যাড, মানুষজন, নৃগোষ্ঠীর জীবনযাপন, আর নিসর্গের প্রবল রূপ দেখে মুগ্ধ আমরা। সাজেক থেকে ফেরার পথে আরও কত যে বিস্ময় অপেক্ষা করছিল কল্পনাও করিনি। সাজেককে বিদায় জানিয়ে খাগড়াছড়ি শহরের পথে রওনা হতেই মুঠোফোনে সুমনের ডাক, ‘ভাই হাজাছড়া ঝরনা দেখে আসবেন অবশ্যই।’ ঝরনার কথা শুনে সঙ্গীদের পাশাপাশি আমিও কেমন যেন একটা পুলক অনুভব করলাম। সামনে তাকাতেই দেখি চোখজুড়ানো সবুজ জুম। অনেক দূরে পাহাড়ের গায়ে আটকানো ছোট ছোট ঘরবাড়ি। সে দৃশ্যই যেন টেনে নিয়ে গেল হাজাছড়ার দিকে।................................